Virtues of Shab e Barat, dos and don'ts (শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয়)
Shab e Barat
In Arabic terms it is called Lailatul Baraat. Lailatun means night and Baraat means release, forgiveness. Since Allah forgives countless of His servants on this night, it is called the night of liberation. In the hadith, this night is called 'Lailatun Nisfe min Shaban' or the middle night of the month of Shaban.
Virtues of Shab e Barat, dos and don'ts
Visiting the grave: On this night, the Holy Prophet (PBUH) prayed for the forgiveness of the Ummah in Jannatul Baqi. Hazrat Ayesha (R.A.) said, 'One night I did not find the Holy Prophet (S.A.W.) and kept looking for him. Then I found him in Jannat al-Baqi with his hands raised.' (Ibn Majah: 1389). From this we can ascertain the matter of grave pilgrimage this night.
Shab e barat is prohibited:
Shab e Barat is a virtuous rosary. It is not permissible to do any dirty and dirty work on this night.
Bursting of firecrackers and firecrackers: There is a section of the society, who throw firecrackers and burst firecrackers on this night with caps on their heads and tasbeeh in their hands. But through this panic spread in the society. Old people and children can't go out because of fear. Due to this, fires can also occur everywhere. So doing these things is not accepted by Islam.
Illumination: In some regions many houses, mosques and religious buildings are decorated with illuminations on this night. But this night has nothing to do with them. So it is included in wastage. Allah says, "Do not be wasteful, verily the wasteful is the brother of Satan." (Surah Bani Israel)
The virtues and deeds of the month of Shaban The virtues and deeds of the month of Shaban
Making halwa-rooties: This is a baseless task. Because this night has nothing to do with halwa bread.
Not committing unforgivable sins: We commit many sins unknowingly. But let me not be among the sinners whom Allah does not forgive in this glorious night. They are - Jealous, sorcerers, swindlers, disobedient to parents, adulterers etc.
(শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয়)
আরবি পরিভাষায় এটিকে লাইলাতুল বারাআত বলা হয়। লাইলাতুন অর্থ রাত আর ‘বারাআত’ অর্থ মুক্তি, ক্ষমা। যেহেতু এ রাতে আল্লাহ তাঁর অগণিত বান্দাকে ক্ষমা করেন, তাই একে মুক্তির রজনী বলা হয়। হাদিসে এ রাতকে ‘লাইলাতুন নিসফে মিন শাবান’ বা শাবান মাসের মধ্যবর্তী রাত নামে অভিহিত করা হয়েছে।
এ রাতে আল্লাহ বান্দাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। মহানবী (সা.) বলেন, ‘এ রাতে আল্লাহ তাআলা বনু কালবের ছাগলগুলোর পশমের চেয়ে বেশিসংখ্যক বান্দাকে ক্ষমা করেন।’ (ইবন মাজাহ: ১৩৮৯) কিন্তু বিশেষ কিছু লোক এ ক্ষমা থেকে বঞ্চিত হয়। মহানবী (সা.) বলেন, ‘শাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহ তাঁর সব বান্দাকে ক্ষমা করেন। তবে মুশরিক, হিংসুক, জাদুকর, ব্যভিচারী, মা-বাবার অবাধ্য সন্তান ও অন্যায়ভাবে হত্যাকারীকে ক্ষমা করেন না।’ (ইবন মাজাহ: ১৩৯০)
এ রাতে দোয়া পাঠ করাও উত্তম। তা হলো—আল্লাহম্মা ইন্নাকা আফুয়্যুন, তুহিব্বুল আফওয়া, ফাফু আন্নি। অর্থাৎ হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে দাও।
কবর জিয়ারত করা: এ রাতে মহানবী (সা.) জান্নাতুল বাকিতে উম্মতের মাগফিরাত কামনা করে দোয়া করেছেন। হজরত আয়েশা (রা.) বলেন, ‘একদা এ রাতে আমি মহানবী (সা.)-কে না পেয়ে তাঁকে খুঁজতে থাকি। এরপর আমি তাঁকে জান্নাতুল বাকিতে দুহাত তোলা অবস্থায় পেলাম।’ (ইবনে মাজাহ: ১৩৮৯)। এ থেকে আমরা এ রাতে কবর জিয়ারতের বিষয়টি সাব্যস্ত করতে পারি।
শবে বরাতের বর্জনীয়:
আতশবাজি ও পটকা ফোটানো
আলোকসজ্জা করা
হালুয়া-রুটি তৈরি করা: কারণ হালুয়া-রুটির সঙ্গে এ রাতের কোনো সম্পর্ক নেই।
ক্ষমার অযোগ্য পাপ না করা:
আমরা জেনে-না জেনে নানা পাপ করে থাকি। কিন্তু আল্লাহ এ মহিমান্বিত রাতে যেসব পাপীকে ক্ষমা করেন না, তাদের অন্তর্ভুক্ত যেন না হই। তারা হলো—হিংসুক, জাদুকর, গণক, মা-বাবার অবাধ্য, ব্যভিচারী প্রমুখ।

No comments